Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৯ হাজার টাকায় বিক্রি হলো তিন কেজি ওজনের পদ্মার ইলিশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৫:৪২ PM

bdmorning Image Preview


রাজবাড়ী জেলার দৌলতদিয়ার সীমান্তবর্তী এলাকার পদ্মা নদীতে ধরা পড়া প্রায় পৌনে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়ে জেলেদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তারা দাবি করেছেন, গত পাঁচ বছরে এতো বড় ইলিশ তাদের জালে ধরা পড়েনি।

পদ্মা নদীর জেলে নাথু হালদারের জালে গতকাল বিকেলে ধরা পড়া ইলিশটি ১৪ হাজার টাকায় কিনে নেন দৌলতদিয়ার এক মাছ ব্যবসায়ী। ইলিশটি কেনার একঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ী পাঁচ হাজার টাকা লাভে মাছটি বিক্রি করে দেন। দৌলতদিয়া ঘাট থেকে প্রাইভেটকারে ঢাকাগামী এক যাত্রী ১৯ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, দৌলতদিয়াসহ গোয়ালন্দ এলাকার পদ্মা নদীতে ধরা পড়া বড় ইলিশের ওজন সাধারণত দেড় থেকে পৌণে দুই কেজি হয়ে থাকে। বেশ কয়েকজন জেলে বললেন, এত বড় ইলিশ আমরা জীবনে দেখিনি।

Bootstrap Image Preview