Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন এরশাদ: ছারছীনা পীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০১৯, ০৫:২৭ PM
আপডেট: ১৪ জুলাই ২০১৯, ০৫:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণাকারী সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।

ছারছীনা দরবারের প্রেস সেক্রেটারি মাওলানা আবদুর রহমান প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

এরশাদের মৃত্যুতে শোক জানিয়ে মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ বলেন, এরশাদের মৃত্যুর মাধ্যমে বাংলাদেশ এক মহান নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

ছারছীনা দরবারের সঙ্গে এরশাদের গভীর সম্পর্ক ছিলো উল্লেখ করে পীর সাহেব বলেন, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালীন ছারছীনা দরবারের মাহফিল থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে কোটি কোটি মুসলিম তৌহিদী জনতার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। এছাড়াও তিনি সংবিধানে বিসমিল্লাহ, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান সহ ইসলাম ধর্মের জন্য অনেক অবদান রেখেছেন।

এ ছাড়া ছারছীনা পীর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Bootstrap Image Preview