Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙামাটিতে চলন্ত সিএনজির ওপর ধসে পড়ল পাহাড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯, ০৬:৫৫ PM
আপডেট: ১৩ জুলাই ২০১৯, ০৬:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- অজয় বড়ুয়া ও সুজয় মং মারমা।

আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জুনায়েদ কাউসার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে বৃষ্টি হলেও শনিবার ভোর থেকে জেলায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে কাপ্তাই উপজেলার রাইখালী বাঙ্গালহালিয়া (রাজস্থলী) এলাকায় বান্দরবান প্রধান সড়কে একটি চলন্ত সিএনজির ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হলেও সড়কে মাটি পড়ায় উদ্ধার অভিযান কষ্টকর ও সময় সাপেক্ষ হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কাপ্তাই উপজেলার নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল জানান, রাইখালি সড়কে সিএনজির ওপর মাটি পড়েছে শুনেছি। দুইজন মাটিচাপা পড়েছেন বলেও জানতে পেরেছি। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি।

এর আগেও গত ৮ জুলাই রাঙামাটির কাপ্তাই উপজেলার কলাবাগান মালি কলোনি এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হন।

Bootstrap Image Preview