Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে ঢাকায় বিশ্ব ব্যাংকের সিইও জর্জিভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৫:৩৬ PM
আপডেট: ১০ জুলাই ২০১৯, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা। বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব বলেন, ‘তিনি (ক্রিস্টালিনা জর্জিভা) আজ (বুধবার, ১০ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।’

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন। ক্রিস্টিলিনা জর্জিভা আজ ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী বৈঠকে যোগ দেবেন।

জর্জিভা বলেন, ‘বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা বাড়াতে ত্বরান্বিত সহায়তা করব।’ তিনি আরও বলেন, ‘ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবেলায় কীভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমি বাংলাদেশের উদ্ভাবনগুলো এবং তা অন্য কোথাও কীভাবে প্রয়োগ করা যায়, সে সম্পর্কে জানতে চাই।’

বুলগেরিয়ান অর্থনীতি বিশেষজ্ঞ ক্রিস্টিলিনা জর্জিভা ২০১৭ সাল থেকে বিশ্বব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পালন করেছেন বিশ্বব্যাংক গ্রুপের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের (ইসি) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন জর্জিভা।

Bootstrap Image Preview