Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আন্দোলনরত রিকশাচালকদের নগরভবনে চায়ের আমন্ত্রণ: সাঈদ খোকন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ০৯ জুলাই ২০১৯, ০১:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আন্দোলনরত রিকশাচালকদের নগরভবনে চায়ের আমন্ত্রণ জানিয়ে ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, হাজারো রাস্তার মধ্যে মাত্র দুটি প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ করা হয়েছে, নাগরিকদের জন্যই। লক্ষ-কোটি মানুষকে জিম্মি করে এধরনের আন্দোলন গ্রহণযোগ্য নয়। সরকারের সব সিদ্ধান্ত নাগরিকদের পছন্দ নাও হতে পারে। তবে আলাপ-আলোচনর মাধ্যমে তা সমাধান করা সম্ভব।’

মঙ্গলবার (৯ জুলাই) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সেমিনারে মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘বিগত কয়েক বছরের তুলনায় ডেঙ্গু কিছুটা কম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি কেউ বেশি আক্রান্ত হন, প্রয়োজনে তাকে সিটি করপোরেশনের অর্থায়নে বিদেশে পাঠানো হবে। মশা নিধনে আমরা যে ওষুধ ব্যবহার করি, সেটা বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ব্যবহৃত হচ্ছে।’

মেয়র বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার। সিঙ্গাপুরে পাঁচ বছরে ছয় হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা ঢাকার থেকে বেশি। জানুয়ারি থেকে ৯ জুলাই সারাদেশ থেকে ২১০০ রোগী ঢাকায় এসেছেন। এরমধ্যে ১৮৭৫ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন।'

 

Bootstrap Image Preview