Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজ পোলট্রি ব্যবসায়ীর লাশ নদী থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত: ০৮ জুলাই ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ০৮ জুলাই ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোতপাড়া গ্রামের পোলট্রি ব্যবসায়ী দবির মোল্লা (৬২) নিখোঁজের একদিন পর মৃত অবস্থায় পাওয়া গেছে। 

সোমবার (8 জুলাই) সকালে পুলিশ হুরাসাগর নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। নিহত দবির মোল্লা ঐ গ্রামের মৃত তাহাজ মোল্লার ছেলে।

বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের কবরস্থানের পাশে হুরাসাগর নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অপরদিকে নিহতর স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। এ ঘটনায় এ দিন দুপুরে শাহজাদপুর থানা সার্কেলের এএসপি ফাহমিদা হক শেলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নিহতর ছেলে নিয়ামত হোসেন ও ভাতিজা ইছাক আলী জানান, রোববার দুপুরের পর পোলট্রি ব্যবসায়ী দবির মোল্লা বাড়ি থেকে বেড় হয়ে জামিরতা বাজারে যায়। গভির রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। রাতভর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

তারা আরো বলেন, পূর্ব শক্রতার জের ধরে ঘাতকরা পরিকল্পিত ভাবে তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দিয়েছে। তারা এ হত্যার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন,প্রাথমিক ভাবে এটাকে হত্যা বলেই মনে হচ্ছে ।

তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে নিহত হওয়ার প্রকৃত কারণ জানা যাবে ।

Bootstrap Image Preview