Bootstrap Image Preview
ঢাকা, ২১ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩ বছর আগে হারিয়ে যাওয়া স্বামীকে টিকটকে খুঁজে পেলেন স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০১৯, ০৫:০২ PM
আপডেট: ০৪ জুলাই ২০১৯, ০৫:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আপনি পছন্দ করতে পারেন আবার নাও পারেন। তবে এই অ্যাপটিই আশীর্বাদ হয়ে উঠেছে ভারতের তামিলনাড়ুর এক নারীর জন্য। টিকটকের সাহায্যে হারানো স্বামীকে খুঁজে পেয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নারীর স্বামী তিন বছর আগে হারিয়ে যান। তার নাম সুরেশ। তিনি ২০১৬ সালে তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে দুই সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যান। এরপর অসহায় স্ত্রী স্বামীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন এবং শেষে স্থানীয় থানায় অভিযোগ করেন। এতকিছুর পরও স্বামীকে খুঁজে পাননি তিনি।

তিন বছর পর স্বামী হারানো নারীর আত্মীয়রা টিকটকে একটি ভিডিওতে সুরেশের মতো একজনকে দেখতে পায়। এরপর তারা দ্রুত বিষয়টি ওই নারীকে জানায়। ভিডিও দেখে ওই নারী নিশ্চিত করেন, এটা তার স্বামী। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে সুরেশকে খুঁজে বের করেন তারা।

চীনা জনপ্রিয় অ্যাপটি ভারতে তুমুল জনপ্রিয়। দেশটির ১২০ মিলিয়ন মানুষ নিয়মিত-অনিয়মিতভাবে টিকটক ব্যবহার করছে।

বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা ধরনের মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। কিন্তু মজার এ অ্যাপ ঘিরে অভিযোগের শেষ নেই।

পর্নোগ্রাফিতে উৎসাহ দেওয়া ও শিশুদের ঝুঁকিতে ফেলার অভিযোগে সম্প্রতি ভারতে নিষিদ্ধ হলেও পরবর্তীতে আবার চালু হয় এটি। তবে সুরেশের সন্ধান পাওয়ার এ ঘটনায় যোগ করেছে অন্য মাত্রা।

জানা যায়, ঘর থেকে পালিয়ে তামিলনাড়ুর অন্য এক এলাকায় বসবাস শুরু করেছিলেন সুরেশ। সেখানে স্থানীয় একটি গ্যারেজে কাজ নেন তিনি। এমনকি স্থানীয় এক রূপান্তরকামী নারীর সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েন তিনি।

Bootstrap Image Preview