Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহবাগ থানার অস্ত্র চুরি, চোরকে ধরতে সহযোগিতা চাইল পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শাহবাগ থানার ভেতর থেকে চুরি হয়ে যাওয়া পুলিশের অস্ত্র ও গুলি উদ্ধার হয়নি এখনো। সিসিটিভি ফুটেজে অস্ত্র চোরকে শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

মঙ্গলবার (২ জুলাই) অস্ত্র ও গুলি চুরি হয়ে যাওয়ার ঘটনার এক মাস ২৭ দিন পরও অস্ত্র চোরের কোনো হদিস না পেয়ে অস্ত্র চোরের ছবি প্রকাশ করে তাকে গ্রেফতারে সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগ জানায়, তদন্ত কর্মকর্তারা ভিডিও ফুটেজ যাচাই করে দেখতে পান, গায়ে সাদা-কালো রঙের চেক শার্ট ও পরনে ফুল প্যান্ট এবং পিঠে কালো রঙের ব্যাগ বহনকারী ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করে। এরপর ঐ ব্যক্তি পুলিশ ব্যারাকের দিকে যায়। এর কিছুক্ষণ পরই সেখান থেকে দ্রুত বের হয়ে চলে যায়।

ফলে তাকেই অস্ত্র চোর হিসেবে ধারণা করা হচ্ছে। তাকে ধরিয়ে দিতে সাহায্য চেয়েছে পুলিশ।

এছাড়াও ছবিতে চিহ্নিত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের (০১৭১৩-৩৭৩১২৭) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ডিএমপি।

প্রসঙ্গত, ৫ মে দুপুরে শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিমাংশু কুমার সাহা ডিউটি শেষে থানার পুলিশ ব্যারাকের দ্বিতীয় তলায় তার বেডে বিশ্রাম নিতে যান।

তার পরিহিত পুলিশ বেল্টের সঙ্গে পিস্তলের কাভারে ভর্তি একটি ৭.৬২ এমএম পিস্তল, ২টি ম্যাগাজিনে ১৬ রাউন্ড গুলি খাটের ওপর রেখে বিশ্রাম করেন তিনি।

এরপর বিকাল ৩টা ৫৫ মিনিটে এএসআই হিমাংশু বেল্টটি রেখে ব্যারাকের তৃতীয় তলায় টয়লেটে যান। ৪টায় টয়লেট থেকে ফিরে এসে দেখেন, বেল্টটি তার বালিশের সামনে পড়ে আছে কিন্তু গুলিভর্তি পিস্তল নেই।

এ সময় অনেক খোঁজাখোঁজি করেও পিস্তলটি না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান তিনি।

পরবর্তীতে, এ ঘটনায় অজ্ঞাত চোরের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলাও করেন এএসআই হিমাংশু কুমার সাহা।

Bootstrap Image Preview