Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাকলে সাড়া দিচ্ছে শাহীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ০২ জুলাই ২০১৯, ০৩:০৪ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় ছিনতাইকারীর হামলায় আহত অটোরিকশা চালক শাহীনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। মঙ্গলবার (২ জুলাই) সকালে হাত-পা নাড়াতে পেরেছে সে এবং চোখ মেলে তাকিয়েছেও। তবে জ্বর এসেছে তার। আর এটি নিয়েই কিছুটা চিন্তিত চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহীনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডা. অসিত চন্দ্র সরকার সারাবাংলাকে এসব কথা বলেন।

এই চিকিৎসক বলেন, ‘গতকালের মত হাত-পা নাড়াচ্ছে শাহীন। আজ নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছে। তবে হঠাৎ তার জ্বর আসছে। এ বিষয়টি নিয়ে বোর্ডের সকল চিকিৎসক বসছি। কেন জ্বর আসল সেটা বের করতে হবে। এই জ্বরটা নিয়েই সবাই একটু চিন্সিতত। আশা করছি সব ঠিক হয়ে যাবে।’

শাহীনের চাচা মনসুর আলী বলেন, ‘গতকালও হাত, পা নাড়িয়েছিল। আজকে ডাকার পর সাড়া দিয়েছে। খুব ভাল লাগছে। আশা করছি সকল চিকিৎসকদের চেষ্টায় ভাল হয়ে উঠবে শাহীন। তার চিকিৎসার কোন ত্রুটি হচ্ছে।’

আবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহীনের চাচা। তিনি বলেন, ‘উনার সুদৃষ্টিতেই আজ আমাদের শাহীনের চিকিৎসা চলছে।’

শাহীনের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে। শাহীনের বাবার নাম হায়দার আলী মোড়ল। সে স্থানীয় আলীয়া মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে। অবসর সময়ে বাবার অটোরিকশা চালাতো। শুক্রবার সকালে কয়েকজন যাত্রী মোবাইলে শাহিনকে অটোরিকশা নিয়ে যেতে বলে। শাহীন তাদের নিয়ে ধানদিয়ার উদ্দেশে রওনা হয়। পরে পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামের পাটক্ষেতের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এনজিও থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকায় কেনা অটোরিকশাটি পাওয়া যায়নি। সেখান থেকে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩০ সেখানে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শনিবার তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

শনিবার (২৯ জুন) রাত ১০টার দিকে শাহীনকে ঢামেকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন সাবেক ও বর্তমান নেতাকর্মী অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেকে নিয়ে আসেন। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকনের সঙ্গে যোগাযোগ করে তারাই শাহীনের দ্রুত চিকিৎসা ও অস্ত্রোপচার নিশ্চিত করেন।

Bootstrap Image Preview