Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুই শিফটে চলবে অটোরিকশা; সকালে লাল, বিকালে সবুজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ১০:৩২ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ১০:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশে এই প্রথম রাজশাহী সিটি করপোরেশন স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করল। এর মধ্য দিয়ে রাজশাহী মহানগর এলাকায় এখন থেকে ‘সকাল-বিকাল’ দুই শিফটে চলাচল করবে ‘মেরুন (লাল) ও পিত্তি (সবুজ)’ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা।

অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে এ সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সোমবার বিকালে নগর ভবনের সামনে অনুষ্ঠানিকভাবে স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অবশ্য সোমবার থেকে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি বাস্তবায়নে এক মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। ফলে কর্মসংস্থানের অভাব রয়েছে। জীবিকা নির্বাহের জন্য বিপুলসংখ্যক মানুষ অটোরিকশা ও চার্জার রিকশার সাথে জড়িত হয়ে পড়েছেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় নগরীতে অটোরিকশা ও চার্জার রিকশা চালানোর অনুমতি দিয়েছিলাম। পরবর্তীতে এটির আধিক্যের কারণে নিয়ন্ত্রণ করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন নীতিমালা প্রণয়ণ করেছে।

নীতিমালা অনুযায়ী, মাসের প্রথম সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর আড়াইটার পর্যন্ত মেরুন রঙ এবং দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পিত্তি রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করবে। পরের সপ্তাহে সকাল ৬টা থেকে আড়াইটা পর্যন্ত পিত্তি রঙ এবং আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা ও চার্জার রিকশা চলাচল করবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনে সারাদিন এবং প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উভয় রঙের অটোরিকশা চলবে।

নীতিমালা অনুযায়ী, যেসব অটোরিকশা ও চার্জার রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর অতিবাহিত হয়েছে তাদের নিবন্ধন বাতিল করা হবে। যেসব মালিকরা রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটার নয়/স্থায়ী নাগরিক নয়, তাদের নিবন্ধন বাতিল করা হবে। নতুন নিবন্ধনের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকবে। একজন মালিকের নামে পাঁচটির অধিক অটোরিকশা ও চার্জার রিকশা নিবন্ধন করা যাবে না।

এছাড়া যেসব অটোরিকশা ও চার্জার রিকশার নিবন্ধন পাঁচ বছর পূর্ণ হয়নি সেসব অটোরিকশা ও চার্জার রিকশার মালিকরা নবায়ন ফি প্রদান সাপেক্ষে অনলাইন নিবন্ধনের সুবিধা পাবেন। বিদ্যমান নিবন্ধিত চালকরা নবায়ন ফি পরিশোধপূর্বক নতুন নিবন্ধন করতে পারবেন। এই সুযোগ ২০১৯-২০২০ অর্থ বছরের ১ম কোয়ার্টার জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ থাকবে। অটোরিকশার নিবন্ধন কার্ডের নম্বরের ভিত্তিতে জোড় ও বিজোড় অনুসারে দুই ভাগে বিভক্ত করা হবে।

স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু।

Bootstrap Image Preview