Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে এক ভবনের উপর হেলে পড়েছে আরেকটি বহুতল ভবন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০৬:২৭ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০৬:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ৬ তলা একটি ভবন পাশে অবস্থিত অপর একটি তিন তলা ভবনের উপর হেলে পড়লে স্থানীয় প্রশাসন দুটি ভবনই সিলগালা করেছে।

নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে আবাসিক ভবন দুটিতে থাকা বাসিন্দাদের। রোববার রাত ৮টার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবন দুটি সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান।

মজিবর রহমানের মালিকানাধীন তারামন ভিলা নামে ৬তলা ও আইয়ুব আলীর মালিকানাধীন রুদ্র ছায়া নামে ৩তলা বিশিষ্ট ভবন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ওই দুটি ভবন পরিদর্শনে যান তারা। এ সময় তারামন ভিলা নামে ৬তলা ভবনটি ও পাশের রুদ্রছায়া নামে অপর একটি ৩তলা ভবনের ওপর হেলে পড়া অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহায়তায় ভবন দুটিতে বসবাসরত সব বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। এসময় ভবন দুটি সিলগালা করেন উপজেলা নির্বাহী অফিসার।

তিনি আরও বলেন, ৬তলা ভবনটির নকশা না মেনে অনুমোদনহীনভাবে তৈরি করা হয়েছে বিধায় তা পাশের ভবনের ওপর হেলে পড়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জানান, ভবন দুটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর তা সিলগালা করে দেয়া হয়েছে। তবে অনুমোদন না নিয়ে ভবন তৈরির বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview