Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে গত দুইদিনে দ্বীপের শতাধিক মানুষ টেকনাফ-কক্সবাজারে আটকা পড়েছে।

রবিবার থেকে বৈরি আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় সেখানে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান বলেন, শনিবার কক্সবাজার এসেছি। রবিবার বাড়ি যেতে চেয়েও বোট চলাচল বন্ধ থাকায় যাওয়া হয়নি। সোমবার সকালেও টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়ার নৌঘাটে আমার মতো অনেক লোক ভিড় করেছে। সেন্টমার্টিন যেতে না পেরে স্বজন ও টেকনাফের বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করতে হচ্ছে এদের।

কক্সবাজারেও সেন্টমার্টিনের অনেকে আটকা রয়েছে। সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় তারা বাড়তি সময় অবস্থান করছে। সেন্টমার্টিন ইউনিয়ান পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দু'দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌচলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনী জিনিসপত্রের সংকট দেখা দিয়েছে।

এছাড়া দুই দিন আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে আসা অর্ধশতাধিক মানুষ টেকনাফে আটকা পরেছে। তারা আত্মীস্বজনসহ কয়েকটি আবাসিক হোটেলে রয়েছে।

সেন্টমার্টিন-টেকনাফ রুটে নৌযান সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, সাগর উত্তাল থাকায় গত দু'দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাত্রী ও মালামাল পারাপার, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। ফলে এ রুটে কোনো নৌচলাচল করতে পারছে না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, সাগর উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সেন্টমার্টিন রুটে সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সাগর শান্ত হলে নৌযান চলাচলের অনুমতি দেয়া হবে।

Bootstrap Image Preview