Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এলডিপির মহাসচিব ৭ রাউন্ড গুলিসহ বিমানবন্দরে আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ জুলাই ২০১৯, ০২:০০ PM
আপডেট: ০১ জুলাই ২০১৯, ০২:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষকে অবগত না করে বা ঘোষণা না দিয়ে সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন নিয়ে প্রবেশ করায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে তল্লাশি চালিয়ে তার কাছে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাকে প্রাথমিকভাবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, বিমানবন্দরে বহির্গমন (ডিপার্চার) গেটে প্রবেশের সময়ই অস্ত্র-সংক্রান্ত ঘোষণা দিতে হয়। তবে তিনি কোনো ঘোষণা না দিয়েই ভেতরে প্রবেশ করেন। এ কারণে তাকে আটক করা হয়েছে।

এছাড়াও তিনি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।

অপরদিকে, ‘ভুলবশত’ গুলি ও ম্যাগাজিন পকেটে থেকে গেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন এলডিপি মহাসচিব।

Bootstrap Image Preview