Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেটে ডাকাতের ফেলে যাওয়া শর্টগান উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জুন ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


সিলেটের  বিশ্বনাথে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের চার দিনের মাথায় ডাকাতদের ফেলে যাওয়া একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ফ্রান্স প্রবাসী আবদুস সোবহানের বাড়ির পেছনে মঙ্গলগিরি রাস্তার পাশের একটি ঝোপ থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পুলিশের হাতে আটক ডাকাত আকলুর দেয়া তথ্যমতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নেতৃত্বে ওই এলাকা থেকে শর্টগানটি উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, আরও অস্ত্র রয়েছে। সেগুলোও উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।

প্রসঙ্গত,গত ২৫জুন মঙ্গলবার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামে পুলিশ-ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে আহতাবস্থায় আকুল (২৮) নামে এক ডাকাতকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, চারটি শাবল, দুটি ব্যাগ ও একটি ভেল্টব্যাগ।এ ঘটনা দুটি মামলা দেয় থানা পুলিশ।

Bootstrap Image Preview