Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাকের এক ঠোকরে ৫ হাজার ডিম ধ্বংস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৬:৩৩ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর আজিমপুরে কাকের এক ঠোকরে ভ্যানচালকের সাড়ে পাঁচ হাজার ডিম মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। বুধবার সকালে আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, সকালে ভ্যানে করে সাড়ে পাঁচ হাজারের মতো ডিম নিয়ে নবাবগঞ্জ বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক শফিকুল। আজিমপুরের ভিকারুননিসা নূন স্কুলের সামনের রাস্তা নিয়ে যাওয়ার সময় একটি কাক ডিমের খাঁচায় ঠোকর দেয়। শব্দ শুনে পেছনে তাকান শফিকুল। কাকটিকে তাড়াতে ঘাড় ঘুরাতেই উল্টে যায় ভ্যানটি। মূহূর্তের মধ্যেই খাঁচাভর্তি সব ডিম রাস্তায় পড়ে যায়। আর এতে ভ্যানে থাকা সাড়ে পাঁচ হাজার ডিমের মধ্যে পাঁচ হাজারের মতো ডিম ধ্বংস হয়ে যায়।

ওই সময় পথচারিরা হতবাক হয়ে তাকিয়ে থাকলেও তাদের আফসোস করা ছাড়া কিছুই করার ছিল না। এ সময় ভ্যানচালক শফিকুলকেও চোখ মুছতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে ভ্যানচালক শফিকুল বলেন, ‘কী জন্য যে কাক তাড়াতে গেলাম। একটি ডিম ভাঙছিল, ভাঙুক। একটা ডিমের জন্য পাঁচ হাজার ডিমের প্রায় সবই নষ্ট হয়ে গেল। এগুলো কী করব ভেবে পারছি না। এতবড় ক্ষতি কেমনে পোষাবো তাও বুঝতে পারছি না।’ এ সময় বেশ কয়েকজন পথচারীকে তাকে সহযোগিতা করতে দেখা যায়।

Bootstrap Image Preview