Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের হাতাহাতি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview


রাজশাহীতে আ’লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

রবিবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মহানগর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলের ডালা নিয়ে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেলে রানার সমর্থকরা। তারা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিতে চাইলে বাধা দেন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়েরের সমর্থকরা। এনিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

মহানগর শ্রমিক লীগের নেতা সাগর জানান, সবাই মিলে ফুল দেওয়ার কথা। কিন্তু সাধারণ সম্পাদক তার অনুসারীদের নিয়ে একাই ফুল দিতে যান। এনিয়েই ঘটনার সূত্রপাত।

রাশেদ নামে শ্রমিকলীগের আরেক নেতা জানান, সভাপতি আগে থেকেই সেখানে ছিলেন। ইচ্ছা করেই তার লোকজন দিয়ে ঝামেলা করেছেন।

তবে মহানগর শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ফলে কি ঘটেছে তিনি জানেন না।

এদিকে রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, শ্রমিক লীগের দু’গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি গিয়ে সেটি মিটিয়ে দিয়েছেন।

Bootstrap Image Preview