Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বন্দুকযুদ্ধে’ দুই ভাইসহ নিহত ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ১১:৫০ AM
আপডেট: ২২ জুন ২০১৯, ১১:৫০ AM

bdmorning Image Preview


চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছেন। র‌্যাবের ভাষ্য, গতকাল শুক্রবার দুপুরে নিহত জাফর মেম্বার (৪৮) ও খলিল আহমদ (৪৫) জলদস্যু ছিলেন।

জাফরের নামে ৩৩টি ও খলিলের নামে ৮টি মামলা রয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল মিয়া (৩৫) নামে আরেক যুবক নিহত হন। র‌্যাব বলছে, তিনি ডাকাত ও মাদক কারবারি ছিলেন। তার নামে ২৪টি মামলা রয়েছে। ওই রাতে মেহেরপুরের গাংনীতে দুই দল মাদক কারবারির গোলাগুলিতে এনামুল ইসলাম (৪২) নামে একজন নিহতের খবর জানিয়েছে পুলিশ। বিস্তারিত ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম : র‌্যাব-৭-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালীর দক্ষিণ সরল এলাকায় ডাকাত জাফরের আস্তানায় অভিযান চালায় র‌্যাব। এ সময় জাফর ও তার সহযোগীদের সঙ্গে র‌্যাব সদস্যদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে জাফর ও খলিল গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারা শীর্ষস্থানীয় জলদস্যু হিসেবে পরিচিত। নিহতদের বিরুদ্ধে সাগরে মাছধরা ও পণ্যবাহী ট্রলারে ডাকাতি ও লোকজনকে জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৮টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুর : র‌্যাব-১-এর এএসপি কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় মাদক কারবারিরা অবস্থান করছে এমন সংবাদে একটি দল অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি ছুড়লে বাবুল গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। গোলাগুলিতে র‌্যাবের কনস্টেবল জিকরুল ও সৈনিক কামরুল আহত হন জানিয়ে র‌্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মেহেরপুর : গাংনী থানার ওসি ওবাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাজীপুর মুন্সিপাড়া এলাকায় দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে এনামুলের গুলিবিদ্ধ লাশ, একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা পাওয়া যায়। এনামুল উপজেলার বর্ডারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক, একটি চাঁদাবাজি ও চারটি মাদক মামলা রয়েছে।

Bootstrap Image Preview