Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পে উঠান বৈঠক

গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৭:৪২ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২০ জুন) বিকেলে মোহনপুর ইউনিয়নের কাপাসিয়াপারা আমবাড়িয়া মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ শিমুল আকতার।

আরো উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, উপজেলা তর্থ্য কর্মকর্তা রাফিজা তাবাসুম, গোদাগাড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন তথ্য আপা হালিমা খাতুন ও অহেদুন জান্না।

উঠান বৈঠকে গ্রামের নারীদের প্রযুক্তির কল্যানে নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার জন্য বিভিন্ন দিক সম্পর্কে অবগত করা, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়া, নিজেই উপার্জনশীল হওয়া, কৃষি প্রশিক্ষনের মাধ্যমে বিভিন্ন ফসল চাষ করে উপার্জন করা, খাদ্যের পুষ্টি সম্পর্কে সচেতন করা, নারীদের অর্থনৈতিক ভাবে উপার্জনশীল করতে বিনা সুদে ঋণ প্রাদনসহ সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান ছাড়াও নারীদের সকল প্রকার সহযোগিতা ও তথ্যর জন্য উপজেলা তথ্য আপুদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।

Bootstrap Image Preview