Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনসিডিলসহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০১৯, ০১:০৪ PM
আপডেট: ১৯ জুন ২০১৯, ০১:০৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


সাত বোতল ফেনসিডিলসহ ঝিনাইদহের গয়েশপুর সীমান্ত এলাকা থেকে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন ওরফে সিহাবকে (২৭)  আটক করেছে বিজিবি ।

মঙ্গলবার রাতে জীবননগর উপজেলার বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গয়েশপুর পিচমোড় থেকে ফেনসিডিলসহ তাকে আটক করেন।

মো. সাহাবুদ্দিন ওরফে সিহাব কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সিহাব কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের আবদুস সামাদের ছেলে।

বিজিবির বরাত দিয়ে জীবননগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন ওরফে সিহাব গয়েশপুর গ্রাম থেকে সাত বোতল ফেনসিডিল নিয়ে জীবননগর উপজেলা শহরে যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত ইউনিয়নের গয়েশপুর পিচমোড়ে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করেন।

সিহাবকে রাত সাড়ে ১০টার দিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

Bootstrap Image Preview