Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেয়াল বা গাছে বিজ্ঞাপন লাগালে জরিমানা: মেয়র আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০৬:২০ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০৬:২০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন লাগালে, ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্লানার্স এবং সিঅ্যান্ডএ ফাউন্ডেশন ‘শিশুদের স্বপ্নের শহর’ শীর্ষক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, শিশুবান্ধব নগরী গড়তে নগর অ্যাপের ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক করা হবে।

জরিমানা বা আইনি ব্যবস্থার বিষয়ে ইতিমধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।

Bootstrap Image Preview