Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীতে তিন শিবির কর্মীসহ ৭৭ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি:
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৫:১৭ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ১০:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে তিন শিবির কর্মীসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন পুলিশ ৪১ জনকে ও জেলা পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করে। 

শনিবার (১৫ জুন)  দুপুরে গ্রেফতারের বিষয়টি নগর ও জেলা পুলিশের মুখপাত্ররা নিশ্চিত করেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ জনসহ ৪১ জনকে গ্রেফতার করে।

এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৮ জন, কাটাখালি ও বেলপুকুর থানা ৮ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন। যার মধ্যে ৩ জন শিবিরকর্মী, ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ এছাড়াও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশ ৩৬ জনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

তিনি জানান, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৪ জন, মোহনপুর ও পুঠিয়া থানা ৬ জন, বাগমারা থানা ৪ জন, দূর্গাপুর থানা ৫ জন, চারঘাট মডেল থানা ৩ জন, বাঘা থানা ৯ জনকে আটক করে। যার মধ্যে ২৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ এবং ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

এদিকে শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর পবার ভল্লুকপুর গ্রামের আমবাগান থেকে তিন শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ১৮টি মোটরসাইকেল জব্দ করে মতিহার থানায় নিয়ে আসা হয়েছে।

এই বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 

Bootstrap Image Preview