Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের সোর্স পরিচয়ে কিশোরের কাছ থেকে প্রেমিকা ছিনতাই, গন্ডারের সঙ্গে বিয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীতে পুলিশের সোর্স পরিচয়ে কিশোরের কাছ থেকে প্রেমিকা ছিনতাই করে গন্ডার নামের এক সন্ত্রাসীর সঙ্গে জোড় করে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। 

জানা যায়, পল্লবী এলাকায় জান্নাতুল ফেরদৌস জেরিন (১৩) নামের এক তরুণীর সাথে ফাহিম (১৫) নামের এক তরুনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অল্প বয়সের জেরিন-ফাহিমের প্রেমের সম্পর্ক মেনে নিতে চায়নি তাদের পরিবার।

শনিবার (৮ জুন) দিবাগত রাতে তারা দুজন বাসা থেকে অজানা উদ্দেশে বেরিয়ে য়ায়। এ ঘটনার পরের দিন মেয়ের নিখোঁজের বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন জেরিনের বাবা জামাল উদ্দিন।

পল্লবী থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, প্রেমিকা জেরিনকে নিয়ে পালানোর তিন দিন পর ফাহিম নিজের বাসায় ফিরে আসে। কিন্তু তার সঙ্গে ছিল না জেরিন।

পরে জেরিনের বিষয়ে পরিবারের সদস্যরা ফাহিমকে জিজ্ঞাসা করলে সে জানায়, পুলিশের সোর্স পরিচয় দিয়ে মামুন নামের এক ব্যক্তি জেরিনকে রাত ১১টার দিকে তার কাছে থেকে নিয়ে গেছে। এরপর ছয়দিন ধরে জেরিনের আর কোনো খোঁজ মিলছে না। ফাহিমের দাবি, পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন নামের ওই ব্যক্তি জেরিনকে অন্য কোথাও নিয়ে গেছে।

তবে পুলিশ বলছে, গন্ডার নামের অন্য এক সন্ত্রাসীর সঙ্গে জেরিনকে জোড় করে বিয়ে দিয়েছে পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন। সেই ব্যক্তির মুঠোফোন নম্বর ট্রাকিং করে সর্বশেষ অবস্থান জানা গেছে কুমিল্লায়।

তবে জেরিনের পরিবার ও স্থানীয়রা জানায়, ফাহিমই জানে জেরিনের সঙ্গে কী হয়েছে। অথবা সে নিজেই জেরিনের কোনো ক্ষতি করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিম ও তার এক বন্ধু জেরিনকে একটি প্রাইভেটকারে তুলেছিল। আর জেরিনের পরিবারের দাবি, ওই স্থান থেকেই জেরিনকে অপহরণ করা হয়।

তবে পুলিশের কাছে ফাহিম দাবি করে, ওই রাতে পুলিশের এক সোর্স তাকে ভয় দেখিয়ে জেরিনকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়।

এ বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শকমোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'ঘটনার পরে ফাহিমসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামুন নামের পুলিশের সোর্স পরিচয় দেওয়া যে যুবকের কাছে জেরিনকে ফাহিম তুলে দিয়েছিল, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, 'প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, এই মামুন পল্লবী বিহারি ক্যাম্পের গন্ডার নামের এক সন্ত্রাসী ছেলের সঙ্গে জোড় করে জেরিনের বিয়ে দিয়েছে। গন্ডারের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Bootstrap Image Preview