Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জ্যোতিষী ও ঘটকদের জন্য দুঃসংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ১৩ জুন ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জোতিষী ও ঘটকালিতে ভ্যাট দেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

এটি দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

এ বাজেটে জোতিষী ও ঘটকালির সেবার ওপর মূল্য সংযোজ কর (মূসক) দেওয়ার ওপর প্রস্তাবনা করা হয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে জোতিষী ও ঘটকদের ভ্যাট দিতে হবে।

Bootstrap Image Preview