Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘ছেলেধরা’ নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ১২ জুন ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা থেকে জনতার হাতে আটক হওয়া ছেলেধরা নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ। ছেলে ধরা নামে যে সব নারী-পুরুষ আটক হয়। তারা অধিকাংশ মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ। ওই সময় প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় ছেলেধরা রোহিঙ্গা আতঙ্ক এতটাই প্রকট আকার ধারণ করে যে, শহর থেকে গ্রামাঞ্চলের অভিভাবকরা তাদের সন্তানদের ঘর থেকেই বের হওয়া বন্ধ করে দেন।

ওই সময় ১৬-১৮ জন এমন নারী-পুরুষ থানা হেফাজতে ছিলেন। থানা থেকে তাদের পাঠানো হয় আদালতে। আদালত তাদের সকলকেই সাতক্ষীরা কারাগারে পাঠিয়ে দেন।

তবে মানসিক ভারসাম্যহীন এসব মানুষদের নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ। সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে ছেলেধরা ও রোহিঙ্গা আতঙ্কের পর জনগণ গণপিটুনী দিয়ে যাদের থানায় সোপর্দ করেছেন তারা সকলেই এখন সাতক্ষীরা কারাগারে। ১৬-১৮ জন নারী-পুরুষ রয়েছেন। পুরুষদের কারাগার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, আর নারীরা রয়েছেন মহিলা কারা ওয়ার্ডে। তারা পাগল কি-না সেটি ডাক্তারই বলতে পারবেন। তবে ধারণা করা যায় এসব মানুষগুলোর সবারই মস্তিষ্ক বিকৃত।

কারাগারে তাদের কীভাবে তত্ত্বাবধান করছেন জানতে চাইলে তিনি বলেন, কারাগারে সকলের সঙ্গেই ভালো ব্যবহার করা হয়। তাদের সঙ্গেও স্বাভাবিক আচরণ করেন কারাগারের অন্যান্য দায়িত্বরতরা। তবে তাদের আচরণ অনেকটা অস্বাভাবিক। আদালত থেকে তাদের জামিন করার মতোও কেউ নেই বা এখনও পর্যন্ত কেউ কোনো জামিনের কাগজপত্রে স্বাক্ষরও নেয়নি।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষের উদ্যোগে এসব মানুষগুলোকে আদালত থেকে জামিন করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আদালত জামিন দিলে তাদের মানসিক হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা কাজ করছি।

এই ব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ছেলেধরা ও রোহিঙ্গা আতঙ্ক এতটাই প্রকট আকার ধারণ করে যে প্রশাসনের পক্ষ থেকে এটিকে গুজব বলে মাইকিং করলেও প্রথমদিকে এটিকে থামানো যায়নি। ছেলেধরা রোহিঙ্গা ভেবে মানসিক ভারসাম্যহীনদের গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করতে শুরু করে মানুষ। পরে যাচাই করে দেখা যায় তারা সকলেই মানসিক ভারসাম্যহীন।

Bootstrap Image Preview