Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধান খেল মুরগি, ঘুমন্ত শাশুড়িকে হত্যা করে আঙিনায় পুঁতলেন পুত্রবধূ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজশাহীর তানোরে মোমেনা বেগম (৪৫) নামের এক নারীকে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রাখার ঘটনা ঘটেছে। 

বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার প্রকাশনগর আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা সখিনা বেগম (২২) এবং রীনা খাতুন (২৪) নামের দুই পুত্রবধূকে আটকের পর পুলিশে খবর দেয়। রাতে পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার পরিদর্শক রাকিবুল ইসলাম বলেন, ওই বাড়িতে মোমেনা বেগম ও তার ছোট ছেলে মোস্তাফিজুর রহমানের স্ত্রী সখিনা বেগম ছিলেন। মোস্তাফিজুর রহমান ধান কাটার কাজে বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

আটককৃত দুই পুত্রবধূর মধ্যে সখিনা বেগম নিজেই শাশুড়িকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার কথা স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে সখিনা জানিয়েছেন, দুপুরে বাড়িতে ধান শুকানোর সময় মুরগি এসে ধান খায়। ওই ঘটনাকে কেন্দ্র করে তার শাশুড়ি মোমেনা বেগম তাকে মারধর করেন।

দুপুরের পরে তার শাশুড়ি ঘুমিয়ে পড়ে। ওই সময় বাঁশ দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করেন। এর ফলে তিনি মারা যান। এরপর সন্ধ্যায় বাড়ির আঙিনায় গর্ত করে মোমেনাকে মাটি চাপা দেন সখিনা।

মাটি চাপা দেয়ার পর পাশের বাড়িতে গিয়ে সখিনা তার জা মমিনুলের স্ত্রী রীনাকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রতিবেশীরা মধ্যে ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় স্থানীয় পৌরসভার কাউন্সিলর আবুল বাশারসহ প্রতিবেশীরা গিয়ে মোমেনা বেগমের দুই পুত্রবধু সখিনা ও রীনাকে আটক করে পুলিশে খবর দেয়।

Bootstrap Image Preview