Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে ১১৮ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ

ফারুক হাসান কাহার, শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৭:৩৩ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৭:৩৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


আসন্ন ইদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে ৭ হাজার ৮৫২ জন হতদরিদ্র দুঃস্থদের মাঝে ১১৮ মেট্রিক টন  ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে)  কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আব্দুস সাত্তার, সাহেব আলী, সাইদুল ইসলাম, আব্দুল আলীম, মমতাজ বেগম, নবীর হোসেন, আব্দুর রহমান, হাবিবুর রহমান প্রমূখ।

কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান জানান, এ বছর ইদুল ফিতর উপলক্ষে কায়েমপুর ইউনিয়নের জন্য ১১৭ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে। জন প্রতি ১৫ কেজি করে মোট ৭ হাজার ৮৫২ জন হতদরিদ্র দুঃস্থদের মাঝে এ চাল ডিজিটাল মিটার দিয়ে মেপে বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এলাকার হতদরিদ্ররা এ চাল পেয়ে অনেক খুশি হয়েছে। এ চাল বিতরণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করায় কেউ কোন অনিয়ম বা দূর্নীতি করার সুযোগ পায়নি। ফলে সুষ্ঠ্য ও শান্তিপূর্ণ ভাবে এ চাল বিতরণ হয়েছে।

এ ছাড়া এ উপজেলার খুকনি,জালালপুর,সোনাতুনি,রূপবাটি,নরিনা,হাবিবুল্লাহনগর, গাড়াদহ ও পোরজনা ইউনিয়নে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে শান্তিপূর্ণ ভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

Bootstrap Image Preview