Bootstrap Image Preview
ঢাকা, ১৩ সোমবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৫ দিনে অবৈধ ভাবে চার বাংলাদেশি ধরে নিয়ে গিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১২:০৩ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ১২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঠাকুরগাঁওয়ের ভারতী বাংলাদেশ সীমান্তে থেকে ২৫ দিনে বিএসএফ চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। যাদের কেউ এখনও ছাড়া পায়নি। তার কবে ছাড়া তাও জানা যায়নি বিজিবির।  চলছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচলার প্রস্তুতি।

সবশেষ বৃহস্পতিবার ভোরে রত্নাই কোর্টপাড়া সীমান্ত থেকে উদয়পুর তালবস্তি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদকে আটক করে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এর আগে গত ৫ মে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল, ১৬ মে রত্নাই যুগীবস্তী গ্রামের হানিফ, ও ২২ মে চোষপাড়া সীমান্ত থেকে চড়ই গেদী বেউরঝারী গ্রামের নিজামের ছেলে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টারকে আটক করে নিয়ে গিয়েছে বিএসএফ।

স্থানীয়রা জানান, চলতি মাসের প্রথম থেকে অজানা কারণে ভারতীয় সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সীমান্ত এলাকায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং একাধিক সাধারণ জনগণদের ধরে নিয়ে গিয়েছে। এমনকি বিভিন্ন সময় ফাঁকা গুলিও চালাচ্ছে তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম সাফিউন নবী বলেন, ঘটনাগুলো আমরা শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। আশা করছি দ্রুত আটক বাংলাদেশিদের আমরা মুক্ত করে নিয়ে আসছে পারবো।

Bootstrap Image Preview