Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাটকেলঘাটায় ‘ওপেন হাউস ডে’ পালিত

ইলিয়াস হোসেন, পাটকেলঘাটা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


সাতক্ষীরার পাটকেলঘাটায় সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে ও পাটকেলঘাটা থানা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে।

মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টায় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে থানা চত্বরে অনুষ্ঠিত হয় ওপেন হাউস ডে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন, তালা-পাটকেলঘাটা (সার্কেল) মোঃ হুমায়ুন কবির এবং  কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালান করেন পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন।

এসময় উপস্থিত জনগন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সেগুলো পুলিশ প্রশাসন শোনেন এবং তা সমাধানেরও আশ্বাস প্রদান করেন। পুলিশ জনগনের বন্ধু এবং সেবক বলেও উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন অতিথিবৃন্দরা।

এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)জিয়াউর রহমান বলেন, মাদক ব্যবসায়ীর তথ্য পুলিশকে দিন, থানায় জিডি, অভিযোগে কোন টাকা লাগে না, মহাসড়কে অবৈধ কোন যান চলবে না।

Bootstrap Image Preview