Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোবাইল ফোনে পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মোবাইল ফোন কোম্পানী হতে পুরস্কারের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণাকারী চক্রের মূল হোতাসহ ৪ জন ঢাকা মেট্রো পূর্ব, সিআইডি কর্তৃক গ্রেফতার।

গত ২৫ মে সন্ধ্যায় ৭টা ১০ মিনিটের ঢাকা মেট্রো-পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা সার্বিক তত্ত্বাবধান নিদের্শে উক্ত মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক, মো. আকসাদুদ জামান নেতৃত্বে ফরিদপুর জেলাধীন কোতয়ালী থানা ও নগরকান্দা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল ফোন কোম্পানী হতে পুরস্কারের মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণাকারী চক্রের মূল হোতাসহ ৪ জন গ্রেফতার করেছেন।

গ্রেফতাকৃতরা হলেন মো. ছাব্বির হোসেন (২৩),  মো. সাগর খান (২০),মো. নাসির (২৫),শ্রী সুমন সাহা, কাজী মোর্তুবা (৩৮)।

এই চক্রটি ভূয়া সিম রেজিষ্টেশনের মাধ্যমে গ্রামীণ,রবি,বাংলালিংক,এয়ারটেল,টেলিটক কোম্পানী হতে লটারীতে গাড়ী, বাড়ী, অর্থ পুরস্কার হিসাবে পেয়েছেন বলে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। আর অর্থ আদায়ের জন্য একাধিক বিকাশ একাউন্ট ব্যবহার করতেন ।

গ্রেফতারকৃত আসামীরা বাংলা লিংক মোবাইল সিম বিক্রেতা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা নিয়ম নীতি না মানিয়া অন্য লোকের ফিঙ্গারপ্রিন্ট নিয়া জাতীয় পরিচয় পত্র পরিবর্তন করিয়া ও ভুয়া নাম ঠিকানা ব্যাবহার করিয়া সিম রেজিষ্টেশন দেখাইয়া মোবাইল ফোনের মাধ্যমে গ্রামীণ/রবি/বাংলালিংক/এয়ারটেল/টেলিটক কোম্পানী হতে লটারীতে গাড়ী, বাড়ী, অর্থ পুরস্কার হিসাবে পেয়েছেন বলে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা একাধিক বিকাশ একাউন্ট নাম্বারের মাধ্যমে হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নিকট হইতে আর্থিক ভাবে লাভবান হইয়া সিম গুলি হস্তান্তর করেন।

Bootstrap Image Preview