Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ট্রাফিক আইন অমান্যে রাজধানীতে ৩৪ লক্ষাধিক টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭,৬৬৬টি মামলা ও ৩৪,৯৮,২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৪০টি গাড়ি ডাম্পিং ও ৭৯০টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১৫টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৫৮৩টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা,  ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৮১৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৯টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি মামলা করা হয়।

২৬ মে, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। 

Bootstrap Image Preview