Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে ইউএনও'র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview


ফেনীর দাগনভূঞা ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। নম্বর দুটি ব্যবহার করে একটি মহল বিভিন্ন জায়গায় ফোন করে মোটা অংকের চাঁদা দাবি করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) দাগনভূঞা উপজেলার ইউএনও ‘ফেনী’ নামে একটি ফেসবুক আইডি থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

দাগনভূঞার ইউএনও জানিয়েছেন, তার ফোন নম্বর ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তি ভিন্ন ভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করছে। এমন কোনো ফোন পেলে টাকা-পয়সা দেওয়া কিংবা কোনো চুক্তি না করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে এই চক্রের খোঁজ পেলে বা উক্ত নম্বর থেকে ফোন আসলে প্রশাসনকে অবগত করার অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে দাগনভূঞা ইউএনও সাইফুল ইসলাম ভূঞা বলেন, 'ক্লোন নম্বর থেকে কল করা হলে মোবাইল ফোন বা সিমে সংরক্ষিত ব্যক্তির নাম ভেসে উঠলেও ওই নম্বরের শুরুতে সাধারণত ‘০’ থাকে না। যেমন, ফোন নম্বর ০১৭১১১১১১১১ হলেও ক্লোন করা নম্বর হবে ১৭১১১১১১১। এছাড়াও যে কোনো অনাকাক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি এবং সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি'।

অপর দিকে, জেলার পরশুরামের ইউএনও মোহাম্মদ রাসেল কাদের জানান, তার সরকারি ফোন নম্বর ০১৭১৩ ১৮৭৩১৬ ক্লোন করা হয়েছে। সর্ব সাধারণকে এ ধরনের প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরশুরাম মডেল থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।

Bootstrap Image Preview