Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি আরব যাওয়ার তিন রোহিঙ্গা নারীসহ আটক ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার সময় রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ মে) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচজন হলেন- আরিফা বেগম, মনিকা হোসাইন, সানোয়ারা বেগম, মোহাম্মদ ওমর এবং মোহাম্মদ আব্বাস উদ্দিন। এর মধ্যে আব্বাস উদ্দিন সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের সদস্য।

বিমানবন্দর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি আরবে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করে। ভোর ৫টা ৪০ মিনিটে গাল্ফ এয়ারের একটি ফ্লাইটে বাহরাইন হয়ে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিলো।

তবে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) সদস্যরা তাদের আটক করেন।

Bootstrap Image Preview