Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় মসজিদের ছাদে বিদ্যুৎ পৃষ্টে নিহত ১

রিদুয়ান হাফিজ, কক্সবাজার ( চকরিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়া উপজেলায় মসজিদের ছাদে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ জুনাইদ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আবুল কালাম(৩৫) নামে আরো একজন।

শনিবার (১৮ মে) বিকাল ৩টার সময় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যান্টমেন্ট মসজিদের ছাদে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত হাফেজ মোঃজুনাইদ (২৫) ডুলাহাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পূর্ব ডুমখালী গ্রামের হাফেজ মাওঃ আব্দু শুক্কুরের পুত্র। অপরদিকে, আহত আবুল কালাম (৩৫) কাচাঁ মাছ ব্যবসায়ী, একই গ্রামের নীর আহমদের পুত্র।

ওয়ার্ড মেম্বার শাহাব উদ্দিন জানান, তাপদাহের কারণে মসজিদের ছাদের উপরে পানি দেয়া হয়েছিলো। ঐপানি ছেড়ে দেওয়ার জন্য হাফেজ সাহেব ছাদে ওঠার পর ছাদের উপরে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। সে সময় তাকে বাঁচাতে গিয়ে কালাম নামক অপর ব্যক্তিও বিদ্যুতাড়িত হন।

পরবর্তীতে তাদের দু'জনকে উদ্ধার করে স্থানীয় মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে,কর্মরত ডাক্তার জুনাইদকে মৃত ঘোষনা করেন।

মসজিদ কমিটির সভাপতি জাকের আহমদ ও সেক্রেটারী মাওলানা আবুল কাশেম বলেন, ঘটনা শুনে আমরা খুবই মর্মাহত, তবে নিহত জুনাইদ আমাদের মসজিদে তারাবি পড়ানোর জন্য এসেছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এস আই কামরুল জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পিতার জবানবন্দিও নিয়েছেন।

Bootstrap Image Preview