Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগুন দেওয়া কৃষকের এলাকায় ধানের দাম ১ হাজার ৪০ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৬:২৮ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


টাঙ্গাইলের কালিহাতীতে সরকারিভাবে ১ হাজার ৪০ টাকা মণে ধান সংগ্রহ শুরু হয়েছে। 

শুক্রবার (১৭ মে) সকাল ১১ টায় কালিহাতী খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মসূচীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

কালিহাতী খাদ্য গুদামে সরকারিভাবে উপজেলার ধুনাইল গ্রামের মৃত শুকুর উদ্দিন মুন্সির ছেলে সামছুল হক ১ হাজার ৪০ টাকা মণে ধান বিক্রী করতে পেরে সন্তোষ প্রকাশ করে সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন, কালিহাতী পৌর মেয়র ও কালিহাতী চাল কল মালিক সমিতির সভাপতি আলী আকবর জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানি সাহা ও শ্রমীক নেতা সিদ্দিকুর রহমান প্রমূখ।

 

Bootstrap Image Preview