Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২২ মণ খেজুর ধ্বংস, জরিমানা ৮৫ হাজার টাকা

রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ১৪ মে ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ ২২ মণ খেজুর ধ্বংস ও ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) বিকেলে পৌরশহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের নেতৃত্বে এ অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জানান, মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ২২ম ণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া মুদির দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোয় ১০ হাজার টাকা এবং ফুটপাত দখল করায় বিভিন্ন দোকান বসানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেও জানান তিনি।

অভিযানকালে সাথে ছিলেন ইউএনও কার্যালয়ের কর্মকর্তা রতন পাল, চকরিয়া থানা পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা।

Bootstrap Image Preview