Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেসবুকে কুরআন প্রতিযোগিতার বৈঠক অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০৮:৪৯ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন এর খুলনার কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) বৈঠক থেকেই লটারির মাধ্যমে এপ্রিল-২০১৯ মাসের বিজয়ীকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এবারের বিজয়ী হোন চট্রগ্রাম প্রতিযোগী মোঃ শিরাজুল ইসলাম। যার প্রতিযোগী আইডি নাম্বার ২৭।

বৈঠকের সভাপতিত্ব করেন সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর।

বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বলেন, ইসলাম হলো মানবতার ধর্ম আর কুরআন মানুষকে মানবিক হতে শেখাই। এই রমজান মাসেই আল্লাহ কুরআন নাযিল করেছেন মানুষের হেদায়াতের জন্য। এ জন্য আমাদের বেশি বেশি কুরআন অধ্যয়ন করা দরকার। তাহলে আমরা মানবতার কল্যানে বেশি বেশি কাজ করতে পারবো। তিনি সকল দায়িত্বশীলদের কুরআন প্রচারের কাজে সক্রিয়  ভূমিকা রাখার ও বিত্ত্বশালীদের এ মহতী কাজে সহযোগীতায় এগিয়ে আসার উদাত্ব আহবান করেন। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব ক্বারি মাওলানা মোঃ মাহদী হাসান কাওসারী, আইটি সম্পাদক মোঃ মামুনুর রহমান, খুলনা বিভাগীয় সভাপতি মোঃ হেলাল উদ্দিন, খুলনা জেলা পরিচালক ইঞ্জিনিয়ার মুনতাসীর মামুন, খুলনা জেলা পরিচালিকা হালিমাতুস সাদিয়া, খুলনা জেলা সহ পরিচালিকা  মোমেনা ইসলাম মায়া, ও মুমতাহিনা মেঘলা, সহকারি অফিস সম্পাদক রাকিব রায়হান, গোলাম রাব্বি প্রমুখ।

উক্ত বৈঠক যে সকল কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় তা হলো- রমাজান উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, সহীহ কুরআন শিক্ষার আসর, নও-মুসলিমদের সহযোগিতা, ফ্রি কুরআন বিতরণ কর্মসূচী, পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, অসহায় ও শ্রমজীবি মানুষদের নিয়ে ইফতার মাহফিল, রমজান মাস ব্যপি হাফেজে কুরআনদের ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা ।

চিকিৎসা দিবেঃ খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র-০১৯১৩-৩৩৩২৩১, ঊষা ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টর, ২২৩ এ তেজকুনি পাড়া, তেজগাও, ঢাকা-০১৭৯৪-৩৪১৬৮৫১।


 

Bootstrap Image Preview