Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, মে ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে প্রায় ৪৬ লক্ষ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ১১ মে ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview
টাকা তৈরির সরঞ্জামা


আন্তঃজেলা সংঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের দলনেতাসহ ৩ সদস্যকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ রাজধানী থেকে গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম করেছে।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪৫,৬৮,০০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ১০ মে, ২০১৯ বিকাল ৫ টার দিকে একটি টিম কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ৭ লক্ষ জাল টাকা নোটসহ মো. জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করেন।

পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একইটিম ঐদিন সন্ধ্যা ৭.২০ টায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অপর এক অভিযান চালিয়ে ৩৮ লক্ষ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমান জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা উল্লেখিত সরঞ্জামাদি ব্যবহার করে জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের সমস্ত জেলাসমূহে লেনদেন করত।

সহকারী পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম জানান, ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরির বেশ কয়েকটি চক্র  বাজারে টাকা ছাড়ার পরিকল্পনা করছে এই তথ্য আমাদের গোয়েন্দা টিমের কাছে আগে থেকেই ছিল। আর তাদের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করেই আমরা অভিযান পরিচালনা করে এই চক্রের তিন জনকে গ্রফতার করা সম্ভব হয়েছে। 

তিনি আরো বলেন , ঈদের আগ পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview