Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার, আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০১৯, ১০:১৭ AM
আপডেট: ১১ মে ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ছেলেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক পান দোকানি বাবার। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে চট্টগ্রামের নগরীর মুরাদপুরের পিলখানা এলাকায় সংঘবদ্ধ বখাটেদের কবল থেকে ছেলেকে গিয়ে নিহত হন তিনি।

সিএমপির (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূইয়া ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, নিহতের নাম মোস্তাক আহমেদ (৪৫)।

ওসি আবুল কাশেম ভূইয়া আরো জানান, শুক্রবার সন্ধ্যায় রাব্বী নামে এক তরুণসহ স্থানীয় কয়েকজন বখাটে ওই এলাকায় আড্ডা দিচ্ছিল। সে সময় মোস্তাকের ছেলে নাঈম (১৮) আড্ডা দিতে নিষেধ করতেই বখাটেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে যায়।

এর জের ধরে রাত ৯টার দিকে রাব্বী দলবল নিয়ে আবার পিলখানা এলাকায় গিয়ে নাঈমকে মারধর শুরু করে।

এক পর্যায়ে মোস্তাক খবর পেয়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় সেখানে রাব্বীর সঙ্গে থাকা শাহাদাত নামের এক যুবক মোস্তাকের বুকে ছুরি মারে।

রক্তাক্ত অবস্থায় মোস্তাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে শাহাদাত ও সাজ্জাদ নামে দুই বখাটেকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

Bootstrap Image Preview