Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ইফতারের আগে সড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর বাড্ডায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আজও সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে আটকে পড়ে শত শত যানবাহন। এতে গরমে ভোগান্তিতে পড়ে মানুষ। বিশেষ করে রোজাদারদের বিরক্তি আরও বেশি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য বাড্ডার পূর্বাংশের লেন অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিকেল ৬টার দিকে পুলিশ গার্মেন্ট শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার গার্মেন্টের শ্রমিকরা বিকেলে হঠাৎ রাস্তায় নেমে পড়েন। শ্রমিকদের দাবি, কর্মীদের বেতন-ভাতা পরিশোধ না করে গার্মেন্টটি গুটিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। কর্মীদের বেতন-ভাতা পরিশোধ ও তিন মাসের বেতন দিয়েই যেন গার্মেন্টটি কার্যক্রম বন্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে বাড্ডা থানা পুলিশ।

ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিক চৌধুরী জানান, গার্মেন্ট মালিক তাদের পাওনা দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ গার্মেন্ট শ্রমিকদের। প্রতি মাসের বেতন নির্ধারিত তারিখে পরিশোধ করছেন না। তাই তারা বাধ্য হয়ে আজ সড়ক অবরোধ করেন।

Bootstrap Image Preview