Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রকাশিত হলো সুবীর নন্দীর সর্বোশেষ গান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০২:০৬ PM

bdmorning Image Preview


প্রকাশিত হলো প্রায়াত কন্ঠ শিল্পী সুবীর নন্দীর গাওয়া সর্বশেষ গানটি। সুমন কল্যাণের সংগীতায়োজনে গানটিতে গত ৩০ মার্চ মগবাজারের স্টুডিও ডি স্টেশনে কণ্ঠ দিয়েছিলেন নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী। গানটি লিখেছেন সুজন হাজং। সুর করেছেন যাদু রিছিল।

গানটি গতকাল বৃহস্পতিবার গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হয়।

এই গানটির বিষয় গীতিকার সুজন হাজং বলেন, সুবীর নন্দী এই গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। স্মৃতিকাতর হয়ে তিনি বলেছিলেন ‘মনে হয় চোখের সামনেই ভেসে উঠছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তার মোটা কালো ফ্রেমের চশমা, সেই ইজি চেয়ার এবং শেখ রাসেলের ছবিটি।

তিনি আরো বলেছিলেন, ‌‘এখনকার প্রজন্ম অনেক বেশি এগিয়ে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা, চলচ্চিত্র নির্মাণ করছে। এই গানটির কথা ও সুর আমার ভালো লেগেছে। মা, মাটি এবং দেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ আজীবন মনে রাখবে বাঙালি।’

সুজন হাজং জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ৬টি দেশের ৮ জন শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা থাকলেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করেছেন।

Bootstrap Image Preview