Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে স্কুলের নৈশপ্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৫:২৪ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের পালের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক হেকিম উদ্দিনের বিরুদ্ধে।  

মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্থানীয় আবেদনকারীদের বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে পাশের গ্রামের সুনুল হক নামের একজনকে নিয়োগ দিয়েছেন এমন অভিযোগে ফুসে উঠেছে স্থানীয় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

তারা এই অনিয়মের বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করবেন। একইসঙ্গে অবিলম্বে এই নিয়োগ বাতিল করে স্থানীয় আবেদনকারীদের একজনকে নিয়োগ দেয়ার দাবি জানান।

ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, বিদ্যালয়ের ক্যাচমেন্ট সীমানার বাহিরের এলাকার যা সরকারি নীতিমালার পরিপন্থী অবৈধ লেনদেনের মাধ্যমে প্রধান শিক্ষক নৈশ প্রহরী নিয়োগ দিয়েছেন।

এদিকে স্কুলের প্রধান শিক্ষক হেকিম উদ্দিন বলেছেন, শতভাগ সরকারি নীতিমালা অনুসরণ করে নিয়োগ দেয়া হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি। এছাড়া নিয়োগটি দিয়েছেন ইউএনও স্যার। আমরা শুধু নিয়োগ কমিটিতে ছিলাম।

Bootstrap Image Preview