Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে জবাই করে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০১৯, ০৪:০১ PM
আপডেট: ০৮ মে ২০১৯, ০৪:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিলেটের কানাইঘাট উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় হোসনা বেগম (২৮) প্রেমিককে নিয়ে স্বামীকে জবাই করে হত্যা করেছে। 

বুধবার (৮ মে) ভোরে সেপটিক ট্যাংকের ভেতর থেকে স্বামী ফারুক আহমদের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক আহমদের স্ত্রী হোসনা বেগমের সঙ্গে তার স্বামীর চাচাতো ভাই মোস্তফার (২৭ ) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি বুঝতে পেরে ফারুক তার স্ত্রীকে এটি থেকে বিরত থাকতে বলেন। এরই জের ধরে হোসনা বেগম ও তার প্রেমিক মোস্তফা স্বামী ফারুককে খুন করার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী গত রবিবার গভীর রাতে ফারুক আহমদ যখন তার রুমে ঘুমিয়ে ছিলেন, তখন স্ত্রী হোসনা বেগম, প্রেমিক মোস্তফা ও তাদের সহযোগীরা মিলে ঘুমন্ত অবস্থায় ফারুককে গলা কেটে হত্যা করে। হত্যা করার পর লাশটি পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের সেফটিক ট্যাংকিতে ফেলে রাখা হয়।

এদিকে ফারুক আহমদের কোনো সন্ধান না পেয়ে তার স্বজনরা হোসনা বেগমের নিকট ফারুক কোথায় জানতে চাইলে, সে বলে গত  রবিবার ভোরে ফারুক কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গেছেন, তারপর আর বাড়ি ফেরেনি। তাকে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে গত মঙ্গলবার রাতে চাচা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের শয়নকক্ষে খাটের ওপর ও ঘরের মেঝেতে রক্তের দাগ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ হোসনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর হোসনা বেগম পুলিশের কাছে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার কথার সূত্রে ধরে বুধবার ভোরে ফারুক আহমদের লাশ সেপটিক ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ফারুক আহমদকে তার স্ত্রী হোসনা বেগম ও তার প্রেমিক মোস্তফা মিলে জবাই করে হত্যা করেছে। স্ত্রী হোসনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোস্তফাসহ তার সহযোগীদের গ্রেফতার  করতে পুলিশি অভিযান চলছে।

ওসি আরও জানান, স্ত্রীকে পরকীয়ায় বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

Bootstrap Image Preview