Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধরা ছোঁয়ার বাইরে ধুনটের মাদক মামলার আসামী জুয়েল

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০২:০২ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০২:০২ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলার আসামী মথুরাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার (৪৫) ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। 

জুয়েল সরকার উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ধেরুয়াহাটি গ্রামের মৃত মুনছের আলীর ছেলে।   

মামলা সূত্রে জানা যায়, যুবলীগ নেতা জুয়েল সরকার এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পাইকারী ব্যবসায়ী হিসেবে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। এঘটনায় জুয়েল সরকারের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষ থেকে আইন প্রয়োগকারী সংস্থার নিকট একাধিক অভিযোগ রয়েছে।  

এ অবস্থায় ৫ মে দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধেরুয়াহাটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রফিকুল ইসলাম আকু (৪৮) নামে এক খুচরা মাদক বিক্রেতাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী জুয়েল সরকার ও তার দুই সহযোগী লিটন ও বাবলু ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। মামলায় জুয়েল সরকারসহ ৪ জনকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে যুবলীগ নেতা জুয়েল সরকার পলাতক রয়েছে।    

উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বলেন, জুয়েল সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। স্থানীয় সরকারের বিধি মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পত্র পাঠানো হবে। 

উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেন, এর আগেও জুয়েল সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তাকে সর্তক করে দেওয়া হয়েছিল। কিন্ত তার বিরুদ্ধে মাদক মামলা হয়ে থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জুয়েল সরকারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview