Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে নৈশ যুদ্ধে সক্ষম ৪ শতাধিক ট্যাংক মোতায়েন করবে ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ০৭ মে ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাকিস্তানের সঙ্গে বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর সক্ষমতা জোরদার করার লক্ষ্যে পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি আরও ৪৬৪ ট্যাংক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এ সব ট্যাংকগুলো ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে মোতায়েন করা হবে। ট্যাংক ক্রয়ে ভারতের সর্বমোট ব্যয় হবে ১৩,৪৪৮ কোটি রুপি। এ সব ট্যাংকের নৈশ যুদ্ধর সক্ষমতা থাকবে।

পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে ৩৬০টি একই ট্যাংক কেনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত। আগামী ৩০ থেকে ৪১ মাসের মধ্যে ভারতকে প্রথম চালানে ৬৪টি ট্যাংক সরবরাহ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের ৬৭টি সাঁজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে টি-৯০ ট্যাংক রয়েছে ১০৭০টি। পাশাপাশি রয়েছে ১২৪টি অর্জুন ট্যাংক, ২৪০০টি পুরানো টি-৭২ ট্যাংক।

Bootstrap Image Preview