Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে সিএনজি চালক সিদ্দিক হত্যা মামলায় ২৯ জন কারাগারে

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:৪৫ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভৈরবে সিএনজি চালক সিদ্দিক মিয়া হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ২৯ জন আসামী কারাগারে। হত্যায় ঘটনায় নিহতের ভাই রইছ উদ্দিন বাদী হয়ে ৫২ জনকে আসামী করে ভৈরব থানায় একটি মামলা করে। উক্ত মামলায় তারা এতদিন জামিনে ছিল।

সোমবার (৬ মে) সকালে ২৯ জন আসামী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।

এই মামলার ৫ আসামী হাইকোর্ট থেকে জামিনে আছে। এরা হলো আনোয়ারুল হক, রাজন মিয়া, মুছা মিয়া, শুকুর মিয়া ও জসীম উদ্দিন। মামলার প্রধান আসামী ভৈরব উপজেলার সাদেকপুর ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ ও তার ভাই আল আমিন এবং ছেলে রাহিমকে চার্জশীট থেকে বাদ দেয়ায় বাদী আজ আদালতে দাখিলকৃত চার্জশীটে নারাজি দেয়। নারাজির বিষয়টি আগামী ধার্য তারিখে শুনানী হবে বলে আদালতের আইনজীবি এড, জহিরুল হক জানান।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুলাই ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর এলাকায় সিএনজির ভাঁড়া নিয়ে কথা কাটাকাটি নিয়ে প্রতিপক্ষরা চালক সিদ্দিক মিয়াকে কুপিয়ে হত্যা করে।

এসময় রইছউদ্দিন, স্বপ্না বেগম, নিজাম উদ্দিন ও আঃ রাজ্জাক নামের ৪ জন গুরুতর আহত হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে এলাকার সাদেকপুর ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহসহ ৫২ জনকে আসামী করে ভৈরব থানায় একটি মামলা করে। পরে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ মামলাটি সুষ্ঠু ও অধিকতর তদন্তের জন্য কিশোরগঞ্জ সিআইডিতে প্রেরণ করে।

দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে সিআইডি গত মাসে কিশোরগঞ্জ আদালতে চার্জশীট দেয়। চার্জশীটে চেয়ারম্যানসহ তিনজনের নাম বাদ দেয়া হয়। আজ সোমবার চার্জশীটটি আদালতে গ্রহন করার কথা ছিল কিন্ত বাদী আদালতে নারাজি দেয়। এদিকে জামিনে থাকা ২৯ জন আজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়। 

মামলার বাদী রইছ উদ্দিন জানান, খুনের পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী চেয়ারম্যান সাফায়েত উল্লাহকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়েছে। আমি মনে করি  সিআইডির তদন্তকারী কর্মকর্তা আসামীর সাথে প্রভাবিত হয়ে এ কাজটি করেছে। তাই নারাজি দিয়েছি এবং আমি আদালতে মামলাটির পূনঃ তদন্ত দাবি করছি বলে জানান তিনি। 

কিশোরগঞ্জ সিআইডির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তারা মিয়া জানান, ঘটনা তদন্ত করে খুনের ঘটনায় চেয়ারম্যানসহ তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই তিনজনকে চার্জশীট থেকে বাদ দেয়া হয়। বাদী নারাজি দিলে বিজ্ঞ আদালতের পরবর্তী আদেশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ  পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। 

Bootstrap Image Preview