Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রমজান উপলক্ষে অভিযান, ভৈরবে চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৭:১১ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র মাহে রমজানের পরিশুদ্ধতা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা।

আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম ইসরাত সাদমীন। অভিযানে দুই হোটেল মালিককে ৬ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে ভোক্তা অধিকার আইনে ভৈরব বাজার দুই মুদি দোকানীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান।

জানা যায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদমীন এর নেতৃত্বে ভৈরব বাজার নদীর পাড় ভৈরব হোটেল মালিক শহীদুলকে ৩ হাজার টাকা ও আদিয়ান হোটেল মালিক কাজলকে ৩ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে ভোক্তা অধিকার আইনে ভৈরব বাজার মুদির দোকান মা স্টোরের মালিক রাজনকে ৫ হাজার ও তারা স্টোরের মালিক নারায়ণ দত্তকে ৫ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন পৌরসভা স্যানিটারী ইন্সপেক্টর নাসিমা বেগমসহ ভৈরব থানা পুলিশ।

এ ছাড়াও ভৈরব বাজারের ব্যবসায়ীরা পৌর রাস্তা দখল করে বিভিন্ন ড্রাম, বস্তা ফেলে রাখায় তা সরিয়ে নেয়ার নির্দেশ দেন ভৈরব সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview