Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুন্সিগঞ্জে সাড়ে ১৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জ জেলা সদরের মুক্তারপুরস্থ মল্লিকের দীঘির দক্ষিণের একটি বাড়িতে বাজারজাত করার জন্য মজুদ রাখা বিক্রির উপযোগী কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  যার আর্থিক মূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা।

আজ ৫ মে ২০১৯ বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে
এসব জাল আটক করা হয়।

জাল আটককালে কক্ষে থাকা জালের পাশাপাশি ডিপ ফ্রিজের মধ্যে, বক্সাকার খাটের নিচে, এমনকি রান্নাঘরের হাঁড়ি-পাতিলের আড়ালেও জাল পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহাম্মেদ, ইউএনও, মুন্সিগঞ্জ সদর; সদর সার্কেলের এডিশনাল এসপিখন্দকার আশফাকুজ্জামান; ওসি ডিবি-১ মোঃ জাহাঙ্গীর আলম; ওসি ডিবি-২ মোঃ আনিসুর রহমানসহ সদর থানা ও ডিবি পুলিশের সহোযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোঃ আসলাম ফকির (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতকে সরকার কর্তৃক যথাযথরূপে জারীকৃত প্রজ্ঞাপন অমান্য করে কারেন্ট জাল দখলে রাখায় দণ্ডবিধির ১৮৮ ধারায় ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ মোতাবেক জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাল পোড়ানো শেষে আগুন নিভিয়ে নিরাপদ ভস্ম রেখে যেতে সহযোগিতা করেছেন মুন্সিগঞ্জের ফায়ার সার্ভিস।

Bootstrap Image Preview