Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাজার রোড থেকে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০২:৩০ PM

bdmorning Image Preview


ডিএমপি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলো- মির্জা বাশার বেগ (৫৫) ও আবু জাফর মোঃ রেজাউল করিম ওরফে মুকুল (৫৩)। এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

স্পেশাল এ্যাকশন গ্রুপ সূত্রে মতে, দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের নিউ ক্যাফে ধানসিড়ির সামনে কয়েকজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে সংবাদ পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল এ্যাকশন গ্রুপ। এমন তথ্যের ভিত্তিতে ৪ মে ২০১৯ তারিখ সন্ধ্যা ০৬.৩০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালায় স্পেশাল এ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট টিম।

অভিযানকালে ধৃত মির্জা বাশার বেগের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি  ৩২ বোরের রিভলবার ও রেজাউল করিম এর দেহ তল্লাশি করে ৫০ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র-গুলি বেচাকেনায় আগত অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়।

এ সংক্রান্তে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পলাতক অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview