Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুলতানা কামালকে হত্যার হুমকি জঙ্গিদের, বাড়িতে পুলিশ মোতায়েন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

শনিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন সুলতানা কামাল।

জানা যায়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা ও শেষ করে দেয়ার হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।

ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডিএমপির ধানমন্ডি জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) হাসিন-উজ জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সুলতানা কামালের পক্ষে সন্ধ্যায় একজন থানায় এসে সাধারণ ডায়েরি করে। জিডির নম্বর ১০৭১।

Bootstrap Image Preview