Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে মেয়র আরিফের অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৬:৩৪ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সিলেটে বৃষ্টি উপেক্ষা করেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে চালানো অভিযানে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় তিনটি অবৈধ দোকান গুঁড়িয়ে দেন তিনি।

জানা গেছে, নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেট সংলগ্ন তিনটি অবৈধ দোকানঘর গড়ে তোলে দখলদাররা। বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সাথে নিয়ে শনিবার বিকালে অভিযান শুরু করেন মেয়র আরিফ। অভিযানে মধুবন মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ পুরান লেন গলির মুখে অবৈধভাবে গড়ে তোলা আল আমিন জুয়েলার্স ও আরেকটি ফাস্টফুডের দোকান ঘর গুঁড়িয়ে দেয়া হয়।

এ ছাড়াও একই মার্কেটের পূর্ব পার্শ্বস্থ মাপ্র ফ্যাশন হাউস নামের দোকানও উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে সিটি মেয়র বলেন, যারা জায়গা দখল করে অবৈধভাবে দোকান-ঘর নির্মাণ করেছেন, মার্কেট গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

অভিযানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview